শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | RG KAR: ‌আরজি কর কাণ্ডে তৎপর সিবিআই, সন্দীপ সহ গ্রেপ্তার আরও তিন জন 

Rajat Bose | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ১২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সোমবার সন্ধেয় গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু এখানেই শেষ নয়। এদিন রাতে আরও তিন জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন বলেও জানা গেছে।

 

 


ধৃতদের মধ্যে আছেন সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলি। এছাড়াও ধৃতদের মধ্যে আছেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। পেশায় এই দু’‌জন ব্যবসায়ী বলে জানা গেছে। ধৃতদের আপাতত জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

 


প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তাল। দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন চলছে। আদালতের নির্দেশে সিবিআই এই মামলার দায়িত্ব নেওয়ার পর সোমবার হল প্রথম গ্রেপ্তারি। এদিন সন্ধেয় সিবিআই গ্রেপ্তার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। রাতে জানা যায়, গ্রেপ্তার করা হয়েছে সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষা সহ আরও দু’‌জনকে।

 


আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককে। জানা গেছে, আরজি কর হাসপাতালের মেডিক্যাল সাপ্লায়ার বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। বিপ্লব সিংহের ‘‌মা তারা ট্রেডার্স’‌ হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। সপ্তাহখানেক আগে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার বাড়িতে এবং দোকানে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সপ্তাহখানেক আগেই সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় এক সিবিআই অফিসার সংবাদমাধ্যমকে জানান, ‘‌অনেক কিছু পেয়েছি।’‌ 

 

 

অন্যদিকে, সিবিআইয়ের নজরে আগে থেকেই ছিল সন্দীপের দেহরক্ষী আফসার খান। সম্প্রতি তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে সন্দীপের দেহরক্ষী নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। তাঁকে বলতে শোনা যায়, ‘‌দিদি আমাকে পাঠিয়েছেন। দিদিকে ফোন করুন। কারও কাছে নম্বর আছে। দিদি দিদি, সিএম দিদি।’‌ এদিকে, সন্দীপের গ্রেপ্তারির কথা জানতে পেরে খুশি ‘‌তিলোত্তমার’‌ পরিবার। তাঁর বাবা জানান, ‘‌আমার মেয়ে তো দুর্নীতির বলি হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পুরো বিভাগকেই আমরা এর জন্য প্রথম থেকে দায়ী করে আসছি। আজ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। আরও যাঁরা জড়িত আছেন তাঁরাও গ্রেপ্তার হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।’‌ তিলোত্তমার মা জানিয়েছেন, ‘‌আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি। তাঁকে পুরো ডাক্তার তৈরি করে তারপর হারিয়েছি। এর জন্য পুরো হাসপাতালকেই দায়ী করব। আর এর মাথা সন্দীপ ঘোষ। একটু হলেও এখন আশা পাচ্ছি আমি বিচার পাব।’‌ 

 


#Aajkaalonline#Cbienquiry#Rgkarissue

নানান খবর

নানান খবর

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.‌৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

সোশ্যাল মিডিয়া